ঢেউ টিনের হিসাব (C.I. Sheet)

 ঢেউ টিন (C.I. sheet) এর হিসাব সমূহঃ 


ঢেউটিন কে  C.I. sheet বলে।   C.I. sheet  শব্দটি Corrugated Iron Sheet থেকে এসেছে।

সাধারণত ৭২ ফুট ঢেউ টিনে ১ বান্ডল ধরা হয়। বান্ডিল কে প্রচলিত ভাষায় বান বলা হয়ে থাকে।


 ১ বান্ডিল (বান) ঢেউ টিনের জন্য  ঃ


ঢেউটিনের সাইজ..............ঢেউ টিনের সংখ্যা 

৬ ফুট লম্বা.........................১২ টি


৭ ফুট লম্বা.....….................১০ টি


৮ ফুট লম্বা...........................০৯ টি


৯ ফুট লম্বা...........................০৮ টি


১০ ফুট লম্বা..........................০৭ টি


১২ ফুট লম্বা........................ ০৬ টি। 




ঢেউ টিনের প্রস্থ (Width)   = ৩২ ইঞ্চি। 

১ টন ঢেউ টিন ( 24 B.W.G) = ১০ বান্ডিল। 






 

No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.