রডের ওজন বের করার নিয়ম

বার বার পড়লে বিভিন্ন ডায়ার ( Diameter-ব্যাস) এমএস রডের ওজন মুখস্থ হয়ে যাবে। খুবই সহজ ব্যাপার শুধু প্র‍্যাকটিস করতে হবে।


প্রতি মিটার রডের ওজন ঃ


১। ৮ মিলি রডের ওজন = ০.৩৯৫ কেজি/মিটার 


২। ১০ মিলি রডের ওজন = ০.৬১৬ কেজি/মিটার 


৩। ১২ মিলি রডের ওজন = ০.৮৮৮ কেজি/মিটার 


৪। ১৬ মিলি রডের ওজন =  ১.৫৭৯ কেজি/মিটার 


৫। ২০ মিলি রডের ওজন = ২.৪৬৬ কেজি/মিটার 


৬। ২৫ মিলি রডের ওজন = ৩.৮৫৪ কেজি/মিটার 


৭। ২৮ মিলি রডের ওজন = ৪.৮৩০কেজি/মিটার 


রডের ওজন বের করার সূত্র,

 W = (D^2)/162.2  kg/m.

Note:

W = weight of MS rod,

D= Diameter ( dia) of MS rod,

Kg=kilogram 

m = Meter




প্রতি ফুট রডের ওজন ঃ


১। ১০ মিলি রডের  = ০.১৯ কেজি/ফুট 


২। ১২ মিলি রডের ওজন =  ০.২৭ কেজি/ফুট


৩। ১৬ মিলি রডের ওজন = ০.৪৮ কেজি/ফুট 


৪। ২০ মিলি রডের ওজন = ০.৭৫ কেজি/ফুট


৫। ২৫ মিলি রডের ওজন =  ১.১৭ কেজি/ফুট 


রডের ওজন বের করার সূত্র, W = (D^2)/532.2  kg/ft

 Note:

W = weight of MS rod,

D= Diameter ( dia) of MS rod,

Kg=kilogram 

ft= Foot


No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.