সিভিল ইঞ্জিনিয়ারদের বেতন /স্যালারি

 বাংলাদেশের প্রেক্ষাপটে একজন বিএসসি / ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এর বেতন বা স্যালারি  কেমন আমরা যারা জব করি তারা মোটামুটি সবাই জানি। এককথায় হতাশাজনক। বেতন কিসের ভিত্তিতে ধরা হয় সেটার কোন নীতিমালা আছে কিনা সে বিষয়ে আমাদের ধারণা নেই। দুনিয়া এমন এক অবস্থায় এসেছে যে ধনী আরো ধনী হয়ে যাচ্ছে আর গরীব আরো গরীব হয়ে যাচ্ছে।

উন্নত বিশ্বে কিন্তু তা নয় সেখানে শ্রমের মূল্য যথাযথভাবে পরিশোধ করা হচ্ছে। ফলে চাকুরীজীবিরাও তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে যাচ্ছেন। 

এবার আমরা দেখি PWD কর্তৃক নির্ধারিত বেতন কেমন ধার্য্য করা হয়েছে সেটা দেখি। 

১। ফিল্ড ইঞ্জিনিয়ার (মিনিমাম ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন বি এসসি) এর ১ দিনের বেতন ১৮০০ টাকা।অতএব মাসিক স্যালারি  = ১৮০০ × ৩০ = ৫৪,০০০ টাকা।

২। ফিল্ড ইঞ্জিনিয়ার ( ৮ বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডিপ্লোমা)  ১ দিনের বেতন ১৮০০ টাকা। 

অতএব মাসিক স্যালারি = ১৮০০ × ৩০ = ৫৪,০০০ টাকা। 


অতএব ভাবুন আর ভাবুন। হুম-ম-ম অনেক ভেবেছেন এবার রাতের ঘুমটি ফ্রেশ ভাবে দিন নইলে সকালে অফিসে সঠিকভাবে যেতে পারবেন না।


No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.