ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়।

ইটের উপাদান সমূহ ঃ

 ( ০১) সিলিকা (৫৫%)

(০২) এলুমিনা (৩০%) 

(০৩) আয়রন অক্সাইড (৮%)

(০৪) ম্যাগনেসিয়া ( ৫%)

(০৫) লাইম (১%)

(০৬)জৈব পদার্থ (১%)


ইটের প্রকারভেদ ঃ

 ইট ৪ প্রকার।  যেমন - 

(০১) প্রথম শ্রেণির ইট 

(০২) দ্বিতীয় শ্রেণির ইট 

(০৩) তৃতীয় শ্রেণির ইট 

(০৪) পিকেড বা ঝামা ইট


ভালো  ইটের  বৈশিষ্ট্য সমূহ ঃ

(০১) ইট পানিতে ডুবিয়ে রাখলে আয়তনের কোন পরিবর্তন দেখা দেয় না।

(০২) লাল বা তামা রং এর হয়ে থাকে। 

(০৩) ইটের কোণা বা ধারগুলো তীক্ষ্ণ ও ধারাল হয়।

(০৪) ভাল ইট অগ্নি প্রতিরোধী হয়।

(০৫) ইটের আকার সুষম হবে।

(০৬) ইটে লবণের পরিমান ২.৫% এর বেশি হবে না।


ইটের  ফিল্ড পরীক্ষা ঃঃ

(০১) ২ টি T আকারে রেখে ৫ ফুট  শুন্যে থেকে ফেলে দিলে ইট  ভাংগবে না।

(০২) ইট ভেংগে ফেললে ইটের ভিতর ছিদ্রের পরিমাণ  তুলনামূলক কম থাকবে।

(০৩) ইটে  হাতুড়ি দিয়ে আঘাত করলে ধাতব শব্দ হবে।

(০৪) ইটের উপর নখ বা ছুরি দ্বারা আঁচড় দিলে কোন প্রকার দাগ পড়বে না।



       


No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.