সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারাল টিপস। পর্ব-০২

 


০১। বাসাবাড়িতে এয়ার-কন্ডিশনার হিসেবে 'Split type'  ব্যাবহার করা উচিত। বাসার সানসেডের উপরে 'কন্ডেন্সার' বসানো হয়।


০২। জলছাদ তৈরির  ২৪ ঘন্টা পর ১৫ দিন কিউরিং করতে হয়।


০৩। টপ ফ্লোরে গরম থেকে রক্ষা পেতে জলছাদের পরিবর্তে বাড়ির ছাদে 'রুফিং কম্পাউন্ড' ব্যাবহার করা যেতে পারে।


০৪। ইট ব্যাবহারের পূর্বে চার ঘন্টা পানিতে ডুবিয়ে রাখতে হবে।


০৫। ইটের গাথুনিতে চার (৪) লেয়ার (স্তর) কাজ হলে গাথুনির হাইট/উচ্চতা  ১ ফুট হয়।


০৬। এক দিনে ৩ ফুটের বেশী উচ্চতায় গাথুনি করা ঠিক না।


০৭। ইলেকট্রিক্যাল লাইনে 'আরথিং' এর ব্যাবস্থা থাকতে হবে নইলে বৈদ্যুতিক দুর্ঘটনা হতে পারে।


০৮। প্রতি ঘনফুট ইটের গাথুনিতে ১২ টি ইট লাগে।



No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.