ইটের হিসাব

ইটের হিসাব সমূহ  ঃ

মসলাসহ ইটের সাইজ - ১০"× ৫"× ৩"। 

মসলা বাদে ইটের সাইজ -৯.৫" × ৪.৫"× ২.৭৫"।


ইটের সোলিং  ঃ

যদি ইটের সাইজ - ৯.৫ ইঞ্চি × ৪.৫ ইঞ্চি × ২.৭৫ ইঞ্চি হয় তবে......  

=> সিংগেল ব্রিক ফ্লাট সোলিং এর জন্য ১০০ এস এফ টি তে ৩০০ টি ইট লাগে। 

=> ডাবল ব্রিক ফ্লাট সোলিং এর জন্য ১০০ এস এফ টি তে ৬০০ টি ইট লাগে দরকার । 

=> হেরিংবন বন্ড (HBB) ব্রিক  সোলিং এর জন্য ১০০ এস এফ টি তে ৫০০ টি ইট দরকার । 

=> এজিং এর কাজে ১০০ ফুটে ২৫০ টি ইট দরকার।


=>> ১০০ সি এফ টি খোয়া তে (brick chips) ৮৫০ টি ইট লাগে। (PWD)

(ইটের সাইজ- ৯.৫" ×৪.৫" ×২.৭৫")

 

No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.