সিভিল ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচারাল টিপ্স। পর্ব-০১

বাড়ি নির্মাতাদের নিম্নের সাধারণ জ্ঞান থাকতে হবে নইলে বাসা বাড়িতে বসবাসের সময় নানা ধরনের সমস্যা দেখা দেয়। 



১। রান্নাঘর ঠান্ডা রাখার জন্য চুলার উপরের দিকে "একজষ্ট ফ্যান" লাগানো উচিৎ।


২। সিড়ির রেলিং ৩ ফুট উচ্চতা দেয়া জরুরী।


৩। সিড়ির 'ধাপ' ১০ ইঞ্চি এবং ৬ ইঞ্চি ' খাড়া' দিলে ভালো হয়।


৪। গাড়ি পার্কিং এর জন্য ১৬ ফুট লম্বা এবং ৭ ফুট চওড়া জায়গা প্রয়োজন।


৫। কমোডের জন্যে ৩ প্রকার ট্রাপ ব্যবহার করা হয়। যেমন - পি-ট্রাপ, কিউ ট্রাপ ও এস ট্রাপ।


৬। স্যানিটারি পাইপের জন্য ১০০ ফুটে ১ ফুট স্লোপ দেয়া হয়।

৭। ২০ ফুট থেকে ৩০ ফুট পরপর 'গালি পিট' দেয়া হয়।


৮। এক হতে দুই তলা বাড়ির জন্য ০.৫ horse power এর পাম্প ব্যাবহৃত করা যেতে পারে।


৯। বাসাবাড়িতে একজন ব্যাক্তির জন্য ৩০ গ্যালন পানি প্রয়োজন।


১০। বজ্রপাত হতে রক্ষা পেতে উচু ভবনের ছাদে " লাইটনিং এরেস্টার" লাগানো হয়।

No comments

Featured post

ইট কি? ভাল ইটের বৈশিষ্ট্য ও ইটের ফিল্ড টেস্ট

 ইট হলো কৃত্রিম পাথর যা মাটি ও বিভিন্ন উপাদান মিশ্রণ করে আগুনে পুড়িয়ে তৈরী করা হয়। বিভিন্ন নির্মাণ কাজে ইট ব্যাবহার করা হয়। ইটের উপাদান সমূহ...

Powered by Blogger.